মৃত্যু

হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে
সাড়া দিতে এত দেরী হয়ে গেলো বলে
জন্ম মৃত্যু ভেঙে ,
ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো
আমি জেগে আছি এসো প্রতি চুম্বনে স্থির
কখনও নাগরদোলা ওলটে পালটে সবই
আমাদের ছিঁড়ে খেলো জোনাকি ....
আমারো সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলোনা
যদি কোনোদিন তুমি
দু হাত দিয়ে ঝিনুক কোড়াও
নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় .....

Comments

Popular Posts