অপেক্ষা
আমি ঢাকায় আসার সময় ট্রেনে উঠেছি , দেখলাম তুমি অন্যদিকে তাকিয়ে আছো , একবারও আমার দিকে তাকাচ্ছোনা । আমি প্রথমে ভাবলাম , রাগ করে তাকাচ্ছো না । তারপর হঠাৎ দেখলাম তোমার চোখ ভর্তি পানি ! তখন আমার যে কি আনন্দ হল ! ভাবলাম , তোমাকে কিছুদিন কষ্ট দিয়ে দেখি । আনন্দেকে তীব্র করার জন্য কষ্টের প্রয়োজন আছে ।
তাই না ?
আমার অর্কিড গাছগুলোতে ফুল ফুটলেই আমাকে খবর দেবে । আমি চলে আসব । ডাক্তার সাহেব , তুমি আমার জন্য দু' ফোঁটা চোখের জল ফেলেছো । তার প্রতিদানে আমি 'জনম জনম কাঁদিব ।'
Comments
Post a Comment