September 01, 2017 মায়াবতী হারিয়ে গেছে আমার হাসি রোগ আছে,অত্যন্ত সিরিয়াস কথাবার্তাতেও ফিক করে হেসে ফেলি।যে মানুষের সিরিয়াস কথা বলার মাঝে হেসে ফেলি,সেই মানুষ বিরক্ত এবং রাগী চোখে আমার দিকে তাকায়,আমি হাসি থাম...